Friday, May 9, 2014

লেখার ভিতর ছবি দেওয়ার পদ্ধতি

১. ফটোশপ চালু করুন।

২. এবার যে ছবিটি ব্যবহার করবেন সে ছবি ওপেন করুন।
৩. টাইপ টুল সিলেক্ট করে কিছু লেখা লিখুন যে লেখা আপনি ছবির ভিতর দিতে চাচ্ছেন।
৪. লেখার সাইজ আপনার ইচ্ছামত বাড়িয়ে নিন, অথবা কি-বোর্ড থেকে CTRL চেপে ধরে লেখাকে ছোট বড় করতে পারবেন।
৫. এবার টুলবারের Move টুলে ক্লিক করুন তাহলে আমাদের ছবির লেখার লেখাটুকু সিলেকশন হবে এবার নিচের মত করে।

৬. এবার এই সিলেকশ করা লেখাকে কাট/কপি করে পেষ্ট করুন অন্য পেজে দেখুন ছবির ভিতর কি সুন্দর ভাবে লেখা চলে এসেছে।

সকলকে ধন্যবাদ।

No comments:

Post a Comment